মনুস্মৃতি অধ্যায় এক শ্লোক সংখ্যা ১০


আপো নারা ইতি প্ৰোক্তা আপো বৈ নরসুনবঃ।
তা যদস্যায়নং পূর্বং তেন নারায়ণঃ স্মৃতঃ ॥

জলকে বলা হয় নারা, সেই জলের সন্তান নর। সেই জলে নরের আশ্রয় ছিল, সেইজন্য তিনি নারায়ণ নামে অভিহিত হন।

নর ও নারায়ণের গল্প আমরা জানি। যারা জানেন না, তাদের জন্য সংক্ষেপে বলে রাখি। দ্বাপর যুগে মহাভারত মহাকাব্যের যাদের গুরাকেশ অর্থাৎ অর্জুন এবং ঋষিকেশ অর্থাৎ শ্রীকৃষ্ণ বলা হয়েছে। তাঁরা উভয়ই সত্য যুগে, তাঁদের পূর্ব জন্মে নর ও নারায়ণ নামে পরিচিত ছিলেন। তারা ধর্ম ও মূর্তির জমজ সন্তান রূপে জন্ম গ্রহণ করেছিলেন। ধর্মের পিতা ছিলেন সূর্য এবং মূর্তির পিতা ছিলেন প্রজাপতি।

এখানেও নর ও নারায়ণের উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, সেই জলে নরের আশ্রয় ছিল, সেইজন্য তিনিই নারায়ণ নামে অভিহিত হন। জল কি? তাঁর অপত্য কি? বীজ কি?

Post a Comment

Previous Post Next Post