মনুস্মৃতি অধ্যায় এক শ্লোক সংখ্যা ৭ থেকে ৯

যোঽসাবতীন্দ্রিয়গ্রাহ্যঃ সূক্ষ্মোঽব্যক্তঃ সনাতনঃ। সর্বভূতময়োঽচিন্তাঃ স এব স্বয়মুদ্বভৌ ॥ সোঽভিধ্যায় শরীরাৎ স্বাৎ সিস্কক্ষুবিবিধাঃ প্রজাঃ। অপ এব সসর্জাদে তাষ্পু বীজমবাস্তজহ, ॥ ত দন্ডমভবদ্ধৈমং সহআংশুসমপ্রভমূ । তস্মিন্ যজ্ঞে স্বয়ং ব্রহ্মা সর্ব্বলোকপিতামহঃ ॥ (মনু ১.৭- ৯) অনুবাদ যিনি ইন্দ্রিয়ের অতীত, সূক্ষ্ম, অব্যক্ত, চিরন্তন এবং সমস্ত জীবের মধ্যে বিরাজমান, সেই অচিন্তনীয় সত্তা নিজেই প্রকাশিত হলেন। তিনি প্রজা সৃষ্টির ইচ্ছায় নিজের শরীর থেকে জল সৃষ্টি করলেন এবং সেই জলে বীজ নিক্ষেপ করলেন। সেই উজ্জ্বল অণ্ড (ব্রহ্মাণ্ড) উৎপন্ন হল, যা সূর্যকিরণসম উজ্জ্বল। সেই অণ্ডেই স্বয়ং ব্রহ্মা, সমস্ত লোকের পিতামহ, অবস্থান করলেন। ব্যাখ্যা ব্রহ্মাণ্ডের শুরুতে একটি অভৌতিক (non-material), অচিন্তনীয় সত্তা ছিলেন। যাহাকে আমরা পর ব্রহ্ম বলি। সেই ব্রহ্ম নিজেকে অবর ব্রহ্ম (সাকার ব্রহ্ম) রূপে প্রকট করেছেন। সেই সাকার ব্রহ্মের স্বেদ থেকে একটি সমুদ্র তৈরী হলো, অর্থাৎ সৃষ্টির প্রথম জল প্রকট করলেন। সেই জলে “বীজ” নিক্ষেপের অর্থ সৃষ্টির প্রাণশক্তি বা চেতনা সঞ্চার কর...